বিনোদন
কানে মুগ্ধতা ছড়ালেন আলিয়া
বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৫, রবিবার
বিদেশের মাটিতে বিদেশি পোশাকেই কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন আলিয়া ভাট। প্রথমবার পা রেখেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার পেলব গোলাপিরঙা করসেট গাউনে যেন উষ্ণতার আলিঙ্গন। লাখ গোলাপ পাপড়ি মেলেছে। সঙ্গে মানানসই রূপটান। এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা, ছিমছাম গয়না। এতেই মাত করলেন নায়িকা। তার সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা আর রূপের জৌলুসে মুগ্ধ ফ্রান্স।