ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

নতুন অধ্যায় রচনা

স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার
mzamin

২৩শে মে। নিশ্চয়ই বাংলাদেশের সিনেমার জন্য একটি গর্বের দিন হয়ে থাকবে। কারণ এদিন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ প্রদর্শিত হয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়। আদনান আল রাজীব পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে কানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো বাংলাদেশ। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আল আমীন। শুক্রবার উৎসবের পালে ‘দ্য ফেস্টিভ্যাল’ ভবনের পাশে ক্লৌডে ডেবাসি থিয়েটারে হয় সিনেমাটির প্রদর্শনী। এর কেন্দ্রীয় চরিত্র আলী। উপকূলের এক নিষিদ্ধ গানে আশ্রয় নেয়া কিশোর, যে নিজের কণ্ঠে বাঁচার, বদলে যাওয়ার এবং পালানোর গল্প বলে। এমন এক সমাজে যেখানে নারীদের গান গাইতে দেয়া হয় না, সেখানেই আলী গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের গা ছমছমে স্তর, প্রশ্ন তোলে পরম্পরা ও প্রতিরোধের। ‘আলী’ শুধু একটি সিনেমা নয়- এটি বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক অভিব্যক্তির এক চিত্রপট, যা কান উৎসবে ফুটে উঠেছে। সিনেমাটি প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে। প্রদর্শনীর পর পরিচালক আদনান আল রাজীব বললেন, আমি সব সময় বিশ্বাস করি, যখন আপনি সত্য বলেন, সেটি সবাই উপলব্ধি করতে পারে ভাষা, দেশ, সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে। আমি ভয় পাইনি, কারণ আমি জানি এটি আমার সত্য। আজ বিশ্ব সেটিকে শুনলো, দেখলো। তিনি আরও বলেন, এটা শুধু আমার একক যাত্রা নয়। এটা আমাদের সবার গল্প- যারা স্বপ্ন দেখে, প্রতিবাদ করে, নিজের ভাষায় কথা বলতে শেখে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status