বাংলারজমিন
ফুটবল টুর্নামেন্ট
৩-০ ব্যবধানে নরসিংদী সদর বিজয়ী
বশির আহম্মদ মোল্লা: নরসিংদী প্রতিনিধি
(৪ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১১:০৮ পূর্বাহ্ন

নরসিংদী সদর উপজেলা ডেকোরেটর দোকান শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় চারটি দলের ৩ টি ম্যাচের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়। পলাশ উপজেলা, মাধবদী থানা, শিবপুর উপজেলা এবং নরসিংদী সদর উপজেলা টিম অংশ গ্রহণ করে।
নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ফাইনাল খেলায় ৩-০ গোলের ব্যবধানে নরসিংদী সদর বিজয়ী হয়।
২৩ মে শুক্রবার বিকালে কালেক্টরেট ঈদগাহে ফুটবল টুর্নামেন্ট-২৫ এর আয়োজন করা হয়। 'দুনিয়ার মজদুর এক হও- একতাই ঐক্যের মূল শক্তি' শ্লোগান ধারণ করে খেলায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আওলাদ হোসেন মোল্লা, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ডেকোরেটর দোকান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. রব মিয়া। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাতীদলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান, পাচদোনা ইউনিয়ন বিএনপি নেতা মো. মাসুদ আলাল, সদর শ্রমিক দলের সদস্য সচিব মো. সেলিম মিয়া, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা মাইক লাইট মালিক সমিতির সভাপতি মো. মমিনুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক বিএম রাসেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সদস্য দীন ইসলাম, আবির ডেকোরেটর এর মালিক মো. মোস্তফা সরকার, আশার আলোর শেখ বজলুর রহমানসহ আরো অনেকেই। ধারাভাষ্যে ছিলেন জেলা ক্রীড়াসংস্থার সদস্য হাফিজ খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী বলেন,' আমার মনে হয় খেলাটা সবার জন্য এবং সব বয়সী মানুষের জন্য। শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নয়। খেলা প্রতিদিনই খেলতে হবে। না পারলে সাপ্তাহে কোন একদিন খেলার জন্য নির্ধারণ করতে হবে। খেলা মানুষের মন-মানসিকতা পরিবর্তন করে এবং স্বচ্ছ রাখে।'