ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নকল ইনজেকশন পুশে কলেজছাত্রীর মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবার

পাবনার সুজানগরে নকল ইনজেকশন পুশ করায় নিভে গেল কলেজছাত্রীর প্রাণ। স্কয়ার ওষুধ কোম্পানির নকল ইনজেকশন বিক্রয়ের অপরাধে সাঁথিয়ার কাশিনাথপুর কাওসার ফার্মেসির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কলেজছাত্রী রিপা (২৩) সুজানগর উপজেলার দুলাই গ্রামের আ. রহমানের মেয়ে ও এডওয়ার্ড কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের ছাত্রী। 
কলেজছাত্রী রিপা অসুস্থ হলে তার শরীরে ট্রাইফয়েড জ্বর ধরা পড়ে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তার ইলিয়াস হোসেন রিপাকে স্কয়ার কোম্পানির সেফট্রোন ইনজেকশন ২ গ্রাম আইভি শরীরে পুশ করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ মতে কলেজছাত্রীকে দুলাই বাজারের মেডিসিন পয়েন্ট থেকে ইনজেকশন ক্রয় করে (যার ব্যাচ নং ছিল ৭ ডিজিটের) পুশ করা হয়। ২১শে মে সকালে পুনরায় একই ইনজেকশন রিপার শরীরে পুশ করলে সে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে ইনজেকশনটি পূর্বের ইনজেকশনের সঙ্গে মিল করলে তার ব্যাচ নং (৮ ডিজিটের) এর গরমিল পাওয়া যায়। যেখানে স্কয়ারের ওষুধ হয় ৭ ডিজিটে সেখানে পুশ করা ইনজেকশনে রয়েছে ৮ ডিজিটের। ওই ইনজেকশনটি মেডিসিন পয়েন্ট স্কয়ার কোম্পানির এসআর হাবিবুর রহমান সরকারের নিকট থেকে গ্রহণ করেন। যা হাবিবুর রহমান কাশিনাথপুরের কাওসার ফার্মেসির নিকট থেকে এনে দেন বলে মেডিসিন পয়েন্টের বিক্রয় প্রতিনিধি মৃদুল জানান। 
কলেজছাত্রীর মৃত্যুর ঘটনা স্কয়ার কোম্পানিকে অবগত করলে  বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে পাবনা ড্রাগ সুপারকে বিষয়টি জানানো হয়। ড্রাগ সুপার রোকনুজ্জামান ওই দিনই বিষয়টি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাওসার ফার্মেসির মালিক মোস্তফাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, কাশিনাথপুরের কাওসার ফার্মেসি কোম্পানির বাইরে কম দামে বিভিন্ন লডে ওষুধ ক্রয় করে থাকেন। তারা কম দামে নকল ওষুধ ক্রয় করে বেশি দামে ক্রেতাদের নিকট বিক্রয় করে থাকেন। কলেজছাত্রীর চাচা ইমরান খান জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় আমরা আশাহত হয়েছি। কাওসার ফার্মেসি নকল ওষুধ বিক্রয় করে মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। আমরা তার ব্যবসা বন্ধের দাবি  জানাই।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তার ইলিয়াস হোসেন জানান, ইনজেকশনটি সরাসরি স্কয়ার কোম্পানির এসআরের নিকট থেকে সংগ্রহ করা হয়। পরে আমরা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, ইনজেকশনটি স্কয়ারের নয়। এটি নকল করা হয়েছে। এ ব্যাপারে স্কয়ারের ঊর্ধতন কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুশ করা ইনজেকশনটি স্কয়ারের নয়। আমাদের কোম্পানির নাম ব্যবহার করে ওষুধটি নকল করা হয়েছে। পাবনা ড্রাগ সুপার রোকনুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। আমরা স্কয়ার কোম্পানির এসআর হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি কোম্পানির নিকট। তা ছাড়াও কলেজছাত্রীর পরিবার চাইলে তারা আইনের আশ্রয় নিতে পারে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, অভিযোগ পাওয়ার পর কাওসার ফার্মেসিতে অভিযান চালাই। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭০ হাজার টাকা ফার্মেসির মালিককে জরিমানা করা হয়। যা ভ্রাম্যমাণ আদালতের আইনে সর্বোচ্চ জরিমানা।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status