বাংলারজমিন
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবারমেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে হাউস আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাউস আলী জেলার গাংনী উপজেলার ভরাট গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি সকালের দিকে বাড়িতে বিদ্যুৎতচালিত ডিল মেশিন দিয়ে ঘরের দেয়াল কাটছিলেন। অসাবধানবশত শরীরে বিদ্যুৎ স্পর্শ করলে মারাত্মকভাবে আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।