ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ মে ২০২৫, শনিবার

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সিলেটে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম মহানগর সমন্বয় কমিটি। মিছিল-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির বিরুদ্ধে সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। এরকম প্রতিবেদন দিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই কমিশন বাতিল করে এদেশের মানুষের মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল নারীদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’ বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানে পলাতক ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে যতটুকু তৎপর থাকার কথা, তা না করে বিতর্কিত নারী নীতি, মানব বিধ্বংসী সমকামিতা বৈধকরণ, মানবিক করিডোর, বন্দর লিজ দেয়ার মতো বিদেশিদের এজেন্ডা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গণ-অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সুগম হচ্ছে। যা এই দেশের জন্য শুভনীয় নয়।’ হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজত নেতা মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম ও মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আহমদ কবীর, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলয়াস, আবদুল হান্নান তাপাদার, মৌলানা আব্দুল মছবিবর জামডরী, এডভোকেট মোহাম্মদ ফজর আলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা পীর আবদুল জব্বার, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজাম্মিল হোসাইন তালুকদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, হাজী শফী উদ্দিন ছুফী মিয়া, মুফতী আলী আহমদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ, হাজী আব্বাস উদ্দীন জালালী, এডভোকেট বেলাল আহমদ চৌধুরী, মাওলানা কায়সার মাহমুদ আকবরী, মাওলানা অলিউল্লাহ, মাওলানা এম এ সিদ্দিকী, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আফজল, মাওলানা মিজানুর রহমান, আতিক নগরী, মাওলানা জুবায়ের আহমদ খান, মাওলানা সেলিম আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সহুল আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status