ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নীলফামারীতে বেড়েছে অপমৃত্যুর ঘটনা

নীলফামারী প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবার

নীলফামারী জেলায় উদ্বেগজনকভাবে বেড়েছে অপমৃত্যুর ঘটনা। গত ২ সপ্তাহে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, ২৯শে এপ্রিল উত্তরা ইপিজেড-এ সনিক কারখানায় মেশিন বিস্ফোরণে গুরুতর আহত শ্রমিক দেলোয়ার হোসেন (৩০) ও লিটন চন্দ্র রায় (২৭) ৩-৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চিরনিদ্রায় চলে যান। একই দিন সদরের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তমা (১৫) মোবাইল ফোন চার্জরত অবস্থায় কথা বলার সময় চার্জার বিস্ফোরণে নিহত হয়। এছাড়া ২রা মে হাত-পা বাধা অবস্থায় মধ্য বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায় দিস্তা নদীর সেচ ক্যানেলে। ১৯শে মে ডোমার-বোড়াগাড়ী সড়কের পাঙ্গা চৌপথী নামকস্থানে ট্রাক ও অটো রিকশা সংঘর্ষে প্রমথ কুমার সেন (৪৫) নামের এক অটোযাত্রী নিহত হন। একই দিন রাতে নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের হরিবল্লভ নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আসাদুল ইসলাম (৩০) নামের এক হেলপার নিহত হয়েছেন। এদিকে ১৪ই মে বিকালে নীলফামারী কলেজ রেল স্টেশনের কাছে শাহজালাল আলী (২৫) নামের এক যুবক খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা ট্রেনে আত্মাহুতি দিয়েছেন। আরও জানা যায়, ২০শে মে বিকালে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া চাড়ালকাটা নদী থেকে রিফাত (৮) ও নিয়াজ (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা দুই চাচাতো ভাই ওইদিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে ছিল। এছাড়া ২১শে মে দুপুরে একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে সোলেমান বাবু (৬৫) এবং  তার পুত্রবধূ শাবানা বেগম (৩৫) নিহত হয়েছেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status