বাংলারজমিন
রূপগঞ্জে ঢাকা-বাইপাস সড়কে তীব্র যানজট
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৪ মে ২০২৫, শনিবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ঢাকা-বাইপাস সড়কে গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের উভয়পাশে ভুলতা থেকে কালনী এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ছাড়িয়েছে এ যানজট। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী আর চালকেরা। চালক, যাত্রী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-বাইপাস সড়কে চলমান নির্মাণকাজের ফলে কয়েক বছর ধরে যানজট তৈরি হয়েছে।
গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিতে সড়কে খানাখন্দ এই লেনে চলাচল আর বিভিন্নস্থানে খনন ও ঢালাইয়ের ফলে যানজটের তীব্রতা বেড়েছে। অপরদিকে কাঞ্চন টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতি আর পাঁচটি টোল বুথের মাঝে দুটি কমিয়ে ফেলায় যানজটে ভয়াবহ দুর্ভোগে পড়ছেন যাত্রী চালকেরা। যানজটের প্রভাব পড়েছে ঢাকা-সিলেট মহাসড়কেও। অন্যদিকে শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ করে গণ-অধিকার পরিষদ সমাবেশের আয়োজন করায় যানজট আরও তীব্রতর হয়েছে। তাই দ্রুত বিকল্প সড়ক ব্যবস্থার দাবি তাদের। এসব ব্যাপারে নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুল করিম সিকদার বলেন, ট্রাফিক পুলিশের বাড়তি সদস্যরা সড়কের যানজট নিরসনে কাজ করছে। তবে টোলবুথের পরিমাস না বাড়ানো হলে আর বিকল্প চলাচলের ব্যবস্থা না করা হলে নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত যানজট শেষ হবে না।