ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিক্ষক সংকটে শতবর্ষী প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে পাঠদান

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবার

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়টি শিক্ষক সংকটসহ নানাবিধ সমস্যায় ধুঁকছে। এ সংকট কবে নাগাদ দূর হবে তা-ও বলতে পারছেন না কেউ। প্রাচীন এ বিদ্যাপীঠের শত বছরের গৌরব কি এভাবেই হারিয়ে যাবে- এই প্রশ্ন সচেতন মহলের। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি জাতীয়করণের পরবর্তী সময়ে ২০১৮ সালে সরকারের অনুকূলে বিষয়-সম্পত্তি হস্তান্তর করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬৮৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। উপজেলার একমাত্র সরকারি এ স্কুলে শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় প্রতিটি শ্রেণিকে দু’টি শাখায় বিভক্ত করে পাঠদান করাতে হচ্ছে। ২৬টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। প্রধান শিক্ষকের পদটিও শূন্য। এ ছাড়া, জনবল সংকটে মুখ থুবড়ে পড়ছে স্কুলটি। নেই নৈশপ্রহরী। অন্যান্য বা সহায়ক পাঁচটি পদের মধ্যে অফিস সহকারী, দপ্তরি, নৈশপ্রহরী ও আয়ার পদ শূন্য। দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা স্কুলটি জাতীয়করণের পর থেকেই শিক্ষার মান ক্রমান্বয়ে খুবই নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী বলেন, শিক্ষক সংকটের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status