বাংলারজমিন
শিক্ষক সংকটে শতবর্ষী প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে পাঠদান
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবারবালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়টি শিক্ষক সংকটসহ নানাবিধ সমস্যায় ধুঁকছে। এ সংকট কবে নাগাদ দূর হবে তা-ও বলতে পারছেন না কেউ। প্রাচীন এ বিদ্যাপীঠের শত বছরের গৌরব কি এভাবেই হারিয়ে যাবে- এই প্রশ্ন সচেতন মহলের। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি জাতীয়করণের পরবর্তী সময়ে ২০১৮ সালে সরকারের অনুকূলে বিষয়-সম্পত্তি হস্তান্তর করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬৮৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। উপজেলার একমাত্র সরকারি এ স্কুলে শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় প্রতিটি শ্রেণিকে দু’টি শাখায় বিভক্ত করে পাঠদান করাতে হচ্ছে। ২৬টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। প্রধান শিক্ষকের পদটিও শূন্য। এ ছাড়া, জনবল সংকটে মুখ থুবড়ে পড়ছে স্কুলটি। নেই নৈশপ্রহরী। অন্যান্য বা সহায়ক পাঁচটি পদের মধ্যে অফিস সহকারী, দপ্তরি, নৈশপ্রহরী ও আয়ার পদ শূন্য। দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা স্কুলটি জাতীয়করণের পর থেকেই শিক্ষার মান ক্রমান্বয়ে খুবই নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী বলেন, শিক্ষক সংকটের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।