ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শ্রীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে মারধর, ৬ দিন পর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবার

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধরের নির্যাতনের ৬ দিন পর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাত ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে গত শনিবার (১৭ই মে) উপজেলার বরমী ইউনিয়নের খাসপাড়া গ্রামের কাজল ও তার স্বজনেরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। আনোয়ার হোসেন কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
নিহতের ছেলে রিয়াদ হোসেন জানান, অভিযুক্ত কাজল তার বাবার কাছ থেকে বছরে ধান দেয়ার শর্তে ৬০ হাজার টাকা নিয়েছিল। বার বার টাকা ফেরত চাইলেও তিনি দিচ্ছিলেন না। মাস খানেক আগে কাজলের কাছে তার বাবা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন শ্রীপুর থানায় কাজলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তার বাবা। সে সময় টাকা ফেরত দেয়ার শর্তে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু শর্ত অনুযায়ী টাকা ফেরত না দেয়ায় তার বাবা গত শনিবার কাজলের মহিষ নিয়ে চলে যেতে থাকেন। রাস্তা থেকে তার বাবাকে ধরে এনে কাজল ও তার লোকজন মারপিট করেন। এ সময়ে গাছে বেঁধে তার ওপর নির্যাতন চালানো হয়। তিনি অভিযোগ করে বলেন, তার বাবার বুকের ওপর ওঠে অমানুষিক নির্যাতন চালানোর ফলে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাত ৮টায় তার বাবার মৃত্যু হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আনোয়ার অসুস্থ হলে স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু নিহতের পরিবারের অভিযোগ মারধরে আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে তাই আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জানার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status