বাংলারজমিন
ভোটের অধিকারের জন্য ফের রাজপথে নামতে হবে: বিএনপি নেতা মামুন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
(৬ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৬:১৭ অপরাহ্ন

ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারো রাস্তায় নেমে সংগ্রাম করতে হয়, যদি রক্ত দিতে হয়, জনগণের দাবির প্রতি অবিচল থেকে আবারো রাজপথে নেমে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ও নান্দাইল আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান। মঙ্গলবার ৩নং নান্দাইল ইউনিয়নে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুন আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন পিছিয়ে দেয়ার পাঁয়তারা চলছে। নির্বাচনের দাবি আদায়ের জন্য ফের রাজপথে নামতে হবে। সেজন্য পাড়া-মহল্লা ও অলিগলিতে বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।