ঢাকা, ২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

কলকাতার রাতের আকাশে রহস্যজনক ড্রোনের আনাগোনা, পুলিশে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৭ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৭ অপরাহ্ন

mzamin

সোমবার কলকাতায় রাতের আকাশে কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা যায় বেশ কয়েকটি ড্রোন বা ঐ ধরণের বস্তুকে। হেস্টিংস এলাকা, বিদ্যাসাগর সেতু এবং ময়দানের উপর দিয়ে কমপক্ষে ৮-১০টি ড্রোনের মতো বস্তুকে উড়তে দেখা গেছে। বিষয়টি জানাজানি হতেই কলকাতা পুলিশে প্রবল চাঞ্চচল্য তৈরি হয়েছে। বুধবার পুলিশ সূত্রে বলা হয়েছে,  ড্রোন বা ড্রোন জাতীয় বস্তুগুলি সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু হয়েছে। জানা গেছে, রহস্যজনক বস্তুগুলোর বেশির ভাগই ময়দানে বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়তে দেখা গেছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোন বা সেই জাতীয় বস্তুগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে। অনেকে জানিয়ছেন, পার্ক সার্কাস এলাকাতেও এই ধরণের ড্রোন জাতীয় বস্তুকে উড়তে দেখা গেছে। 
কলকাতা পুলিশ সূত্রে খবর, মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় সতর্কও করা হয়েছে। সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। পুলিশ গুপ্তচরবৃত্তির সম্ভাবনাসহ সকল দিক থেকে বিষয়টি নিয়ে তদন্ত তদন্ত শুরু করেছে। জানা গেছে, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই ঘটনার প্রতিবেদন চেয়েছে বলে  রাজ্যের একজন ঊর্ধ্বতন কর্তাব্যাক্তি সংবাদ সংস্থাকে জানিয়েছেন। 
এদিকে, বুধবার উত্তরবঙ্গে এক প্রশাসনিক বৈঠকে পুলিশ-প্রশাসনকে সতর্ক করে দিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেছেন, পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসী যেন শেল্টার নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশকে গ্রামে গ্রামে টহলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বলেছেন তিনি। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গের বর্ডার (সীমান্তবর্তী এলাকা) স্পর্শকাতর। সে জন্য খেয়াল রাখতে হবে পুলিশকে। তিনি বলেন, বিএসএফ দায়িত্বে আছে বলে নিজেরা (পুলিশের উদ্দেশে) বসে থাকবেন না।

পাঠকের মতামত

এটা মূদীজীর কাজ। প বঙ্গের ভো*দা*ই বাঙ্গাল বাবুদের ভেড়া বানাচ্ছে।

এক্স ওয়াই
২১ মে ২০২৫, বুধবার, ৮:৫৭ অপরাহ্ন

দিদি দেখছি ড্রোন দেখেই ভয় পেয়ে গেছে এই হল ভারতীয় মনোবল এর অবস্থা। আল্লাই জানে আরো কত কিছু দেখতে হবে ভারতকে পরের জন্য খন্দক খুলে নিজেরা এখন আতঙ্কিত হয়ে পড়ছে

সাহিল
২১ মে ২০২৫, বুধবার, ৫:৩০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status