অনলাইন
সাম্য হত্যার বিচার নিশ্চিতের দাবি
ঢাবি প্রক্টর অফিসের সামনে বাম সংগঠন ও ছাত্রদলের অবস্থান
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৪:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছে বাম সংগঠন ও ছাত্রদল। বুধবার দুপুর ২টার দিকে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।
বিক্ষোভ সমাবেশ ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হত্যার পর ক্লাস-পরীক্ষা চালু রেখেছে। তারা অর্ধদিবস শোক পালন করে রসিকতা করেছে। এই প্রশাসনের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। সাম্য হত্যার প্রকৃত খুনিরা এখনো গ্রেফতার হয়েছে কিনা ভিসি-প্রক্টররা জানে না। সাম্য হত্যার পরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কী কী করেছে তার জবাবদিহি করতে হবে এবং ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে।’
বামপন্থী সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী নেতা জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, ‘এই প্রক্টর নাকি কিছু জানেন না। কালকে আমি মরে গেলেও তিনি কিছু জানবেন না। আপনি মরে গেলেও কেউ কিছু জানবে না। এই প্রশাসন আমাদের না, এই প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। রাতে ছাত্র হত্যা হয়, তারপর তাকে বাসা থেকে ডেকে আনতে হয় কেন? ছাত্রদের নিরাপত্তা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না?
পাঠকের মতামত
তাঁদের দাবি যোক্তিক।