অনলাইন
ঈদ যাত্রা
ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয় ট্রেনের টিকেট বিক্রি। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রির মাধ্যমে ইদুল আযহার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
সম্প্রতি এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আজ থেকে টিকেট বিক্রি শুরু হওয়ার এ সিদ্ধান্তের কথা জানান। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। আজ ৩১শে মে'র টিকেট বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আজ টিকেট বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগে সাত দিনের আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কোনো টিকিট রিফান্ডযোগ্য হবে না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে 'চাঁদপুর ঈদ স্পেশাল ১' ও 'চাঁদপুর ঈদ স্পেশাল ২' নামে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া পূর্বাঞ্চলে যাত্রী চাপ সামাল দিতে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশিরভাগ কোচ মেরামত করে পরিবহন বিভাগে হস্তান্তর করা হয়েছে।