অনলাইন
শাহজালালে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫২ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান। ওই প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিল।
শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’
পাঠকের মতামত
গত ১৬ মে তারিখে টারমাকে দাঁড়ানো বেশ ক'টি বিমানের উপর ছোট ছোট পাখিদের খেলা করার দৃশ্য আমার নজরে আসে। বিমানবন্দরে প্রায় সকল কর্মীরাই পয়সা কামানো ধান্দবাজীতে এতটাই মগ্ন থাকে যে তাদের এসব বিষয় দেখার ফুরসৎ নাই। আল্লাহর শুকরিয়া যে টার্কিশ প্লেনটি দূর্ঘটনা থেকে রক্ষা পেল।