ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

‘স্ত্রী পরকীয়ায় জড়িয়ে বিবাহবিচ্ছেদ করলে খোরপোষ দিতে বাধ্য নন স্বামী’

মানবজমিন ডিজিটাল

(৫ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪২ অপরাহ্ন

mzamin

স্ত্রী পরকীয়ায় জড়িয়ে বিবাহবিচ্ছেদ করলে তাঁকে খোরপোষ দিতে বাধ্য নন স্বামী। এমনটাই রায় দিয়েছে ভারতের ছত্তিশগড় হাইকোর্ট। সেইসঙ্গে স্ত্রীকে প্রতি মাসে ৪,০০০ টাকা করে দেওয়ার যে আদেশ পারিবারিক আদালত দিয়েছিলো তাও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। ৯ মে তারিখের আদেশে, বিচারপতি অরবিন্দ কুমার ভার্মা তাঁর পর্যবেক্ষণে বলেছেন  যে ফৌজদারি কার্যবিধির (CrPC) ধারা ১২৫(৪) অনুসারে, পরকীয়ায়  লিপ্ত স্ত্রী ভরণপোষণ পাওয়ার অধিকারী নন। মামলাটিতে রায়পুরের এক দম্পতি জড়িত ছিলেন যারা ২০১৯ সালে হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন। মানসিক ও শারীরিক হয়রানির অভিযোগ তুলে স্ত্রী ২০২১ সালের মার্চ মাসে তার স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। পরে তিনি রায়পুরের পারিবারিক আদালতে তার স্বামীর বিরুদ্ধে  নিষ্ঠুরতা এবং সন্দেহের অভিযোগ এনে ভরণপোষণের মামলা দায়ের করেন। এর জবাবে, স্বামী বিবাহবিচ্ছেদের আবেদন করেন, অভিযোগ করেন যে তার স্ত্রী তার ছোট ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এমনকি তাঁকে  মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও  দিয়েছিলেন। 

পারিবারিক আদালত ৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে স্ত্রীর পরকীয়ার  কথা উল্লেখ করে বিবাহবিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করে এবং পরে ৬ নভেম্বর স্বামীকে মাসিক ৪,০০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে স্ত্রী ২০,০০০ টাকা ভরণপোষণ বৃদ্ধির আবেদন করেন।ভরণপোষণের আদেশকে চ্যালেঞ্জ করে, স্বামীর আইনজীবী যুক্তি দেন যে পারিবারিক আদালত ১২৫(৪) সিআরপিসির অধীনে আইনানুগ নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। আইনজীবী হাইকোর্টকে বলেন যে তার মক্কেলের স্ত্রী ভরণপোষণ পাওয়ার যোগ্য নন কারণ তার স্বামীর ছোট ভাইয়ের সাথে তাঁর বিবাহ বহিৰ্ভূত সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে, যা  আদালতের সামনে  দাখিল করা হয়েছে এবং স্বামীর পক্ষে বিবাহবিচ্ছেদের ডিক্রি জারি করা হয়েছে। 

আইনজীবী আরো জানান , ধারা ১২৫(৪) এর আইনগত বিধান অনুযায়ী  বিশেষ করে, যদি একজন স্ত্রী পরকীয়ায়  লিপ্ত থাকেন, পর্যাপ্ত কারণ ছাড়া স্বামীর সাথে থাকতে অস্বীকৃতি জানান, অথবা যদি তারা পারস্পরিক সম্মতিতে আলাদাভাবে বসবাস করেন, তাহলে সেই স্ত্রী  ভরণপোষণ দাবি করতে পারেন  না। হাইকোর্ট আইনজীবীর সাথে একমত পোষণ করেছে।  মামলাকারীর আবেদন খারিজ করে বিচারপতি জানান, পারিবারিক আদালতে স্ত্রীর  বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণিত। সেই নির্দেশ অগ্রাহ্য করে অন্য রায় দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে ছত্তিসগড় হাইকোর্ট জানিয়ে দেয়, একজন বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে বিবাহ বিচ্ছেদের পর স্বামীর থেকে খোরপোষ দাবি করতে পারেন না।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status