অনলাইন
বৃটেন সফরে যাচ্ছেন ড.ইউনুস
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৮ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৭:২৯ অপরাহ্ন

রাষ্ট্রীয় সফরে বৃটেন আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯ই জুন থেকে ১৩ই জুনের জন্য তিনি এই সফরে আসবেন। কূটনৈতিক সূত্র এখবর নিশ্চিত করেছে। বৃটেন সফরকালে রাজা দ্বিতীয় চার্লস ও সরকার প্রধান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন বলে সূত্র জানিয়েছে। দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে নেয়ার বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুদকের একটি টিম থাকবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করতে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করা হলে প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, প্রধান উপদেষ্টার বৃটেন সফরের বিষয়টি অনেকটাই নিশ্চিত তবে এখনও চূড়ান্ত অফিসিয়াল ঘোষণা আসেনি। বৃটেন সরকারের দপ্তরের সাথে সূচি নিয়ে কাজ চলছে।