অনলাইন
মনু মিয়াকে ঘোড়া উপহার দিতে চান চট্টগ্রামের ব্যবসায়ী
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৯ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়াকে লাল ঘোড়া উপহার হিসেবে দিতে চান মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। তিনি নিজেই মনু মিয়ার সাথে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন। প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, মনু মিয়ার ঘোড়াটি কিছু দুষ্কৃতকারী হত্যা করেছে। আমি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়াতে চাই।
তিনি বলেন, গত ১৪ই মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। উল্লেখ্য, অর্ধশতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।
পাঠকের মতামত
He is missing Malka Banu.
আবদুল হামিদদের বাড়িওতো মিঠা পুকুরে, তাঁর লোকজন্ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হোক।