ঢাকা, ২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ফের নাশকতার ছক, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

মানবজমিন ডিজিটাল

(৮ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

mzamin

অল্পের জন্য রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি লাইনচ্যুত হতে হতে বাঁচল কাঠগোদাম। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর প্রদেশের হরদেই জেলায় রাজধানী এক্সপ্রেসসহ দু’টি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা লোকো পাইলটদের সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে।

পুলিশের তরফে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথে দলেলনগর ও অমরতালি স্টেশনের মধ্যে দু’টি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করা হয়। রেললাইনের ওপর কাঠের গুড়ি ফেলে রাখে দুষ্কৃতকারীরা। রেললাইনে আর্থিন দেয়ার লোহার তারের সঙ্গে আটকে রাখা হয় গুড়িটি। এই ঘটনা দেখতে পেয়ে শেষ মুহূর্তে ইমারজেন্সি ব্রেক কষেন রাজধানী এক্সপ্রেসের চালক। ট্রেন থামার পর কাঠের গুড়ি সরিয়ে রেল আধিকারিকদের খবর দেন চালক। রাজধানী এক্সপ্রেসের ঠিক পেছনে ছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। রেললাইনের ওপর একই একই ঘটনা নজরে পড়তে তিনিও ব্রেক কষেন।

সুপারিন্টেনডেন্ট নীরজ কুমার জাদাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, সরকারি রেলওয়ে পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং স্থানীয় পুলিশের দল ঘটনার তদন্ত শুরু করেছে। হরদই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কচ্ছৌনা থানায় দলেলনগর ও উমরাতলী রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনের ট্র্যাকে (পিলার নম্বর ১১২৯/১৪) একটি কাঠের টুকরো পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে জিআরপি এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।

তদন্তে দেখা গেছে, কাঠের একটি টুকরো লোহার ফালা দিয়ে বাঁধা ছিল। এই মামলার সঙ্গে সম্পর্কিত রেল বিভাগ/ স্থানীয় পুলিশ ঘটনার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেলে দুর্ঘটনার ষড়যন্ত্র করা হয়েছিল। চালক জরুরি ভিত্তিতে ব্রেক না কষলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই মাসের শুরুতে জৌনপুর পুলিশ আউঙ্কা গ্রামের  বাকশা থানার কাছে রেললাইনে স্টিলের ড্রাম রেখে ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকের মতামত

আমেরিকার আম ফেরত। ট্রাভেল এজেন্সি যে ভিসা ইস্যুতে নিষিদ্ধ। পাকিস্তানের সাথে রীতিমতো পরাজিত হওয়া। সিলিকন ভ্যালি ভেসে যাওয়া ভারতের পরের জন্য কবর খোদার পরিণতি মোদি দাদা উপভোগ করুন এগুলো।

সাহিল
২০ মে ২০২৫, মঙ্গলবার, ৮:৪১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status