অনলাইন
বেতন-ভাতার দাবিতে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ধর্মঘট
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৮ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৪:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ার নিলাই অঞ্চলে মেডিসেরাম নামক একটি গ্লাভস ছাঁচ প্রস্তুতকারী কারখানায় প্রায় ১৯০ জন বাংলাদেশি শ্রমিক টানা চতুর্থ দিনের মতো ধর্মঘট করছেন। শ্রমিকদের অভিযোগ, মাসের পর মাস ধরে বেতন ও ওভারটাইম পাচ্ছেন না তারা। একই সঙ্গে বৈধ কাগজপত্র ও ভিসা জটিলতায় নাকাল তারা।
ধর্মঘটে অংশ নেয়া শ্রমিকরা কোম্পানির পাশাপাশি তাদের প্রধান ক্রেতা আনসেল, ওয়াইটিওয়াই (ডব্লিউটিওওয়াই) ও টপ গ্লাভ-এর প্রতি জোরালোভাবে আহ্বান জানিয়েছেন, যেন শ্রমিকদের সকল ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়ন করা হয়।
শ্রমিকদের ভাষ্যমতে, বর্তমানে কারখানার মালিকপক্ষ মূল ক্রেতাদের সঙ্গে বৈঠকে বসেছে, কিন্তু শ্রমিকদের সঙ্গে কোনো সরাসরি আলোচনার উদ্যোগ এখনো নেয়া হয়নি।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা আজ (সোমবার) দুপুর ১২টায় ধর্মঘটে থাকা শ্রমিকদের হোস্টেলে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছে একটি কূটনৈতিক সূত্র। পাশাপাশি মালয়েশিয়ার শ্রম দপ্তর (জেটিকে)-এর কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মালয়েশিয়া সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সরাসরি মেডিসেরাম কারখানার ভুক্তভোগী শ্রমিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় ভুক্তভোগী শ্রমিকদের অভিজ্ঞতা ও অভিযোগ শুনে ঘটনাটিকে ‘অত্যন্ত গভীর মানবিক’ হিসেবে অভিহিত করেন।