অনলাইন
ফের ছাত্রদলের শাহবাগ অবরোধ
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই মোড় অবরোধ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত রোববার একই দাবিতে রাজধানীর এই মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। দুই ঘণ্টা বিক্ষোভের পর আল্টিমেটাম দিয়ে অবরোধ ছাড়েন তারা। গত ১৪ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পাঠকের মতামত
Discipline is not the way of Banglamen, the sub-species looking like humans. Some restraining measures are necessary to make Banglamen behave properly.
বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না জনদুর্ভোগ করে জনগণের সমর্থন পাওয়া যাবে না। বিষয়টি আইনি আছে কিছু অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবার শান্ত হোন। নির্বাচন কিন্তু খুব শিগ্রই চলে আসছে তখন টের পাবেন।