ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মানবজমিনের মাধবদী প্রতিনিধি আল-আমিন সড়ক দুর্ঘটনায় আহত

নরসিংদী প্রতিনিধি

(৫ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩০ অপরাহ্ন

mzamin

নরসিংদীতে মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. আল-আমিন সরকার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি শনিবার (১৭ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মাধবদী প্রাইম হাসপাতাল নিয়ে যায়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও মাধবদীর বিরামপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আহত আল-আমিন সরকার বলেন, ঘটনার দিন পাঁচদোনা থেকে তার মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে বেপরোয়া একটি মোটরসাইকেল চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মহাসড়কের বামদিকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দয়ায় আজ অনেকটাই সুস্থ। এই দুঃসময়ে যারা হাসপাতাল, বাসায় ছুটে এসেছেন, আমার খোঁজখবর নিয়েছেন অনেকে। সবার প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ। ভালো থাকার জন্য মানুষের ভালোবাসা ও আন্তরিকতা কতোটা প্রয়োজন, তা আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি। মহান আল্লাহ সকল শুভাকাঙ্খীদের ভালো রাখুক। তিনি পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আল-আমিন সরকারের বড় ভাই নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেছেন, মহাসড়কে ঘাতক বেপরোয়া মোটরসাইকেল চালককে খুঁজে বের করার জন্য কার্যক্রম চলছে। এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সভাপতি ও মাধবদী থানা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ম কানুন ও নিষেধাজ্ঞা কেউ মানছে না। একটু দাঁড়ালে দেখা যায় বেপরোয়া মোটরসাইকেলে চালকরা পাল্লা দিয়ে ছুটছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো ট্রাফিক আইন গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বেপরোয়া চালকরা।

তিনি আরো বলেন, মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক, এসড়কে যে বিশৃঙ্খলা করবে, বেপরোয়া গতিতে চলবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এখন ঢিলেঢালা। এছাড়া দুর্ঘটনাস্থলে কার অপরাধ তা সনাক্ত করার জন্য ট্রাফিক বিভাগকে আরো তৎপর হওয়া আহ্বান জানান তিনি।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status