ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে: খসরু

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

mzamin

দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘নীতি সংস্কার ও আগামীর জাতীয় বাজেট’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

দেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেয়া এই সরকারের প্রধান দায়িত্ব মন্তব্য করে আমির খসরু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনৈতিক নীতি, কিছুই কাজ করবে না। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কত দিন থাকবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে-এই বিষয়গুলো সবার মনে কাজ করছে। এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। নির্বাচন বাদে বাকি সব অন্তর্বর্তী সরকার করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি প্রশ্নবিদ্ধ জিডিপির (মোট দেশজ উৎপাদন) ওপরে ভিত্তি করে বাজেট তৈরি হচ্ছে। এর মাধ্যমে মূলত আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বাজেটের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। সেখান থেকে আলাদা করে কোনো কিছু করা হয়নি। বাজেট তৈরির ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পটভূমি কতটুকু চিন্তা করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমাদের করা দরকার।

মিয়ানমারের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে খসরু বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। অথচ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়া অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কীভাবে সিদ্ধান্ত নিতে পারে?

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অতিমাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ অনেক বেশি। বিগত সময়ে নিয়ন্ত্রণের মাধ্যমেই লুটপাট হতে দেখেছি। আপনি যত নিয়ন্ত্রণ আরোপ করবেন, তত লুটপাট হবে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

 

পাঠকের মতামত

আপনি যে কথা বড় অনিশ্চয়তার দিখে চলে গেছেন সেটা আপনার খবর আছে। আপনি কি জানেন আপনাদের কোন গ্রহণযোগ্যতা এখন নাই মানুষের কাছে। গত ১৭ বছর কি ছিড়ছেন সেটা মানুষ জানে ভালো করে। এসব ভাড়ামি বাদ দেন।

Rafiq
১৯ মে ২০২৫, সোমবার, ৯:০৭ অপরাহ্ন

গতি দেখেই বোঝা যাচ্ছে কি করবেন...................

মঈনুল
১৯ মে ২০২৫, সোমবার, ৮:৫৬ অপরাহ্ন

গত পনের বছর তো কিছুই ছিড়াইতে পারেন নি এখন আসছেন ছিড়াইতে।

shaheen
১৯ মে ২০২৫, সোমবার, ৮:০৯ অপরাহ্ন

দেশ না রে পাগলা। বিএনপি অনিশ্চিয়তা দিকে।

কামরুল
১৯ মে ২০২৫, সোমবার, ৮:০৭ অপরাহ্ন

Boycott BNP!

Nam Nai
১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩৮ অপরাহ্ন

খসরু সাহেব, ২০২৪ এর নির্বাচনের আগে আগে ইন্ডিয়া গেছিলেন কসাই মোদীর সাথে দেখা করতে। তার সামনে যেইভাবে নতজানু হয়ে দুই হাত এক করে ছবি তুলেছিলেন সেই ছবি কিন্তু আমরা মজলুমরা দেখেছিলাম। এত বড় কথা আপনাকে মানায় না।

Hemel
১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status