অনলাইন
সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এ এস. এম. কাদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস; অধ্যক্ষ, ঢাকা কলেজকে শর্ত সাপেক্ষে তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটির নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন। তাদের দাবি অনুযায়ী এই সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার কাজ দ্রুত করণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।
পাঠকের মতামত
এবার প্রকৌশল ও প্রযুক্তি সাবজেক্ট দেয়া হোক। লাইফ সায়েন্স সাবজেক্টকে প্রাধান্য দিতে হবে।