ঢাকা, ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লায় ঢুকতে না দেয়ার হুঁশিয়ারি বিএনপির

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

(৫ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৭:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

mzamin

‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’- হাসনাত আব্দুল্লাহের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির কুমিল্লার নেতারা। সোমবার কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ই মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ (এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক) বলেছেন- কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির (রাজার পার্টি) খ্যাত এনসিপির মুখপাত্র। তার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ যদি অতি দ্রুত সময়ের মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোন অনুষ্ঠান করতে দেবে না। তাকে কুমিল্লার মাটিতে পা রাখতে দেয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্চিত ঘোষণা করিনি। তাকে আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্চিত করা হবে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,  ৫ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতো, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করছে- এটা আমাদের ব্যর্থতা। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের যে ডোনার, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা, সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি, যে উপজেলায় আছি, সেই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।
 

পাঠকের মতামত

বাংলাদেশের সত্য কে গলাটিপে ধরে রাজনীতি তৈরি করেছে আওয়ামী লীগ এবং বি এন পি। সত্য কথা বলে মাপ চাইতে হবে কেন। হাসনাতের থেকে কিছু শিখার চেষ্টা করুন

আনছার হোসেন
১৯ মে ২০২৫, সোমবার, ৯:৪১ অপরাহ্ন

গত পনোরে বসর বা** ছিঁড়েছেন, এখন বড়ো বড়ো কথা। একজন অদ্বাক্ষ কিভাবে কোনো পার্টির নেতা হয়।

Riaz
১৯ মে ২০২৫, সোমবার, ৯:০২ অপরাহ্ন

বিএনপির এসব নিতারা ইংলিশটাও ঠিকমত বলা শিখলোনা? স্পেস খালি রেখেছি মানে কি ? নাকি হবে স্পেস রেখেছি? ছোটবেলা ধাদা শুনতাম ইফ যদি ইস হয় বাট কিন্তু হোয়াট কি ? আর উত্তর হত গাধার মত প্রশ্ন কপ্রলে উত্তর দিবো কি৷? তো বিএনপির এসব নেতারা সবাই গাধার মত আচরন করছে৷!!

ক্ষুদিরাম
১৯ মে ২০২৫, সোমবার, ৮:৫৭ অপরাহ্ন

অনেকেই এখন প্রকাশ্যে ভারতের এজেন্ডা বাস্তবয়নে এগিয়ে আসছেন? সরি, কবে যে আমরা আমাদের দেশ কে মায়ের মতো / সন্তানের মতো ভালো বাসবো?

No name
১৯ মে ২০২৫, সোমবার, ৮:৫৪ অপরাহ্ন

হাসিনাকে এবং তার দালালদের ফ্যাসিবাদের দালাল দোসরদের কয় ঘন্টা অবাঞ্চিত ঘোষণা করতে পেরেছিলেন ? আপনাদের হ্যাডাম ভালই জানা আছে। তাইতো এত টাকা-পয়সা আপনারা কোথায় পাবেন চাঁদাবাজি ছাড়া আর চাঁদাবাজি তো এখন ওপেন সিক্রেট এই দলের ব্যাপারে।

সাহিল
১৯ মে ২০২৫, সোমবার, ৮:০৮ অপরাহ্ন

এই দেশ কি বিএনপির বাপের, হুশিয়ারি দেন

Munir
১৯ মে ২০২৫, সোমবার, ৮:০৫ অপরাহ্ন

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবেই বলছি "বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে" - কি করবেন? সব রসুনের পশ্চাৎদেশ কোথায় তা আমরা সাধারণ নাগরিকরা ভালোভাবেই জানি

Ashik
১৯ মে ২০২৫, সোমবার, ৭:৪৭ অপরাহ্ন

আসলে এনসিপি আওয়ামী টাকা ও লোক বলের মাধ্যমে চলছে। তাই আওয়ামী স্টাইলের বয়ান দিয়ে বেড়ায়। সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সুফিয়ান
১৯ মে ২০২৫, সোমবার, ৭:৪০ অপরাহ্ন

এনসিপি প্রতিষ্ঠা করেছে ছাত্ররা। ছাত্রদের প্রতিষ্ঠিত দলের জৌলুস- পূর্ণ উদ্বোধন, এতো এতো গাড়ি-ঘোড়া কার টাকায়?

Harun Rashid
১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন

সত্য বলা কি অপরাধ? আর বিএনপির বাবার ক্ষমতা আছে হাসনাতকে কুমিল্লা না দেশের যে কোনখানে আটকানোর?

Arif
১৯ মে ২০২৫, সোমবার, ৭:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status