অনলাইন
ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চেয়ে ফের শাহবাগ থানা ঘেরাও
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন

ছবি: মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন তার সহপাঠীরা। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন তারা।
এর আগে গত শুক্রবার দুপুরের দিকেও সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছিলেন শিক্ষার্থীরা। পরে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সরে যান। সেই আল্টিমেটাম শেষ হলেই আবারও থানা ঘেরাও করা হয়।
রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন। সমাবেশে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায়বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।’
নিহত সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার ভাইয়ের মৃত্যু নিয়ে বিচারের নামে যেন কোনো প্রহসন বা কালক্ষেপণ না করা হয়। তাছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই ফেঁসে না যায়।’ প্রকৃত অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সেই দাবি জানান তিনি।