অনলাইন
জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৮:৩১ অপরাহ্ন

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা সহ তাদের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দলীয় জোটের শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।
রোববার লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী পরিচয় দেয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।
পরে হোসাইন মো. আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই সেই সব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ ৩৬ দিনের আন্দোলনে গত ৫ই আগস্ট পালিয়ে যায় এবং বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আওয়ামী ফ্যাসিস্টের এই শাসনের সহযোগী ছিল ১৪ দল। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।
পাঠকের মতামত
জাতীয় পার্টি নামে বাংলাদেশে কোন দল থাকবে না, থাকতে পারে না।। লীগ ও জাতীয় পার্টি এরা ভাই-বোন।। একে অপরের সহযোগী।। লীগ থেকে আলাদা করে দেখার কোন কারন নেই।। জী এম কাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক।। কাদের সিদ্দিককেও বিহারি হত্যা মামলা করে গ্রেফতার করা হোক।।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে সকল সহযোদ্ধা গণতান্ত্রিক শক্তিকে আওয়াজ উঠানো উচিত
আওয়ামীলীগের আগে গৃহপালিত দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার ছিল। এরা না করে দেশের জন্য রাজনীতি না করে দলের জন্য রাজনীতি। এদের রাজনীতি শুধু হালুয়া রুটির ভাগ আর গণতন্ত্র ধ্বংসের গুটি হিসেবে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। ১৫ বছরের অপশাসন, ২০১৩ এর বিনা ভোট, ২০১৮ এর রাতের ভোট ও ২০২৪ এর ডামি ভোটের সবচেয়ে বড় দোসর এরা।
জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানাচ্ছি। অন্যথায় জনগণ সরকারকে নিষিদ্ধ করতে বাধ্য করবে।