ঢাকা, ১৯ মে ২০২৫, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

জাপার রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার

(৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৮:৩১ অপরাহ্ন

mzamin

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা সহ তাদের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দলীয় জোটের শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।
রোববার লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী পরিচয় দেয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।
পরে হোসাইন মো. আনোয়ার বলেন, আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।  তাই সেই সব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ ৩৬ দিনের আন্দোলনে গত ৫ই আগস্ট পালিয়ে যায় এবং বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আওয়ামী ফ্যাসিস্টের এই শাসনের সহযোগী ছিল ১৪ দল। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

পাঠকের মতামত

জাতীয় পার্টি নামে বাংলাদেশে কোন দল থাকবে না, থাকতে পারে না।। লীগ ও জাতীয় পার্টি এরা ভাই-বোন।। একে অপরের সহযোগী।। লীগ থেকে আলাদা করে দেখার কোন কারন নেই।। জী এম কাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক।। কাদের সিদ্দিককেও বিহারি হত‍্যা মামলা করে গ্রেফতার করা হোক।।

মোঃ শফিকুল ইসলাম
১৮ মে ২০২৫, রবিবার, ১০:১৪ অপরাহ্ন

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে সকল সহযোদ্ধা গণতান্ত্রিক শক্তিকে আওয়াজ উঠানো উচিত

মুহাম্মদ আবুল কালাম
১৮ মে ২০২৫, রবিবার, ১০:০৭ অপরাহ্ন

আওয়ামীলীগের আগে গৃহপালিত দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার ছিল। এরা না করে দেশের জন্য রাজনীতি না করে দলের জন্য রাজনীতি। এদের রাজনীতি শুধু হালুয়া রুটির ভাগ আর গণতন্ত্র ধ্বংসের গুটি হিসেবে ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। ১৫ বছরের অপশাসন, ২০১৩ এর বিনা ভোট, ২০১৮ এর রাতের ভোট ও ২০২৪ এর ডামি ভোটের সবচেয়ে বড় দোসর এরা।

AA
১৮ মে ২০২৫, রবিবার, ১০:০৭ অপরাহ্ন

জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানাচ্ছি। অন্যথায় জনগণ সরকারকে নিষিদ্ধ করতে বাধ্য করবে।

কাজী এনাম
১৮ মে ২০২৫, রবিবার, ৮:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status