অনলাইন
দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩০ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান, দুই কমিশনার এবং এক সচিবের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামের একজন নাগরিক। যাদেরকে মামলার আসামি করা হয়েছে- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, কমিশনার মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
অভিযোগে বলা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। মূলত তারা খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।
মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেয়া হয়, যা আইনের পরিপন্থি।
পাঠকের মতামত
The complainant has no locus standi and has no idea of exCAS - a man of utmost honesty and integrity!
হাসান মাসুদ চৌধুরীর মত একজন সৎ ও যোগ্য ব্যক্তিত্ব তৈরি করতে এই বাংলাদেশের কয়েক প্রজন্ম লেগে যাবে। পূর্বাপর বিবেচনা না করে প্রতিহিংসার আগুন জ্বালালে, সে আগুনে একদিন নিজেকে জ্বলতে হতে পারে।
দুদকের সাবেক পরিচালক জনাব গোলাম রহমানের নাম না দেখে হতাশ হইলাম।