অনলাইন
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লো ছাত্রদল
অনলাইন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৩ অপরাহ্ন

ছবি: মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ, শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
রোববার প্রায় দুই ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিল ছাত্রদল।
শাহবাগে অবরোধ কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। এ ছাড়া শাহরিয়ারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের অন্য দাবিগুলো মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপর রাকিবুল ইসলাম এদিনের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ ছাড়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।
পাঠকের মতামত
দেশটাকে ধ্বংসের নতুন পাঁয়তারা। ইতিমধ্যেই এই সমস্ত নেতারা পাশ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার কোলে বসেছে। ধন্যবাদ।
কঠোর কর্মসুচি ঘোষণা করে ছাত্র জনতা কে আরেকটি জুলাই এর জন্য মাঠে নামতে হবে? ( এইবার ক্ষমতা পাগল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে...?)
Form collation betn NCP n jamat boycott Indian league n cjadabaz BNP
Who are they? Are they Indian dalal?
ভার্সিটির ভিসি পদত্যাগ করলেই বিচার হয়ে যাবে? আন্দোলন এর ঠেলায় জনগণ চেপ্টা... ( বিপ্লব বিরোধী সরযন্ত্র ... )
Public knows BNP , now Chatrodol partnered with Awamileague trying to destabilise Bangladesh. No wonder why BNP crying for election. This party is going far away from public interest. BNP is waiting for shock in election,Do whatever you wish to do now, public will answer you in ballot. Whole BNP is now become a party of traitors, clueless and leaderless.
ঈদের পর কঠোর কর্মসূচি!!!
It is extreme activities