অনলাইন
গুলিস্থানে মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১০:১৬ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিল থেকে দলটির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার বিকালে রাজধানীর গুলিস্তানে এলাকায় কিছু নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলের একটি ভিডিওতে দেখা যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জটিকা মিছিল করে দ্রুত সটকে পড়েন তারা। রাজধানীর ধানমন্ডিসহ আরো কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন বলে তথ্য পাওয়া গেছে।
গত ১২ই মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পাশাপাশি যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভাসমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।