ঢাকা, ১৯ মে ২০২৫, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

রংপুরে বৈষম্য বিরোধী কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

জাভেদ ইকবাল, রংপুর থেকে

(৫ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১:৫৮ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের নেতাদের বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এ প্লাটফর্ম থেকে একসাথে পদত্যাগ করছেন যুগ্ম সদস্য সচিব, সংগঠকসহ প্রায় ২২ জন সংগঠক। রবিবার (১৮ মে) রাতে নগরীর শিল্পকলা একাডেমিতে তারা পদত্যাগ করেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন,  রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামী সংগঠক এনায়েত রাব্বীসহ অন্যরা।
এসময় তারা সাংবাদিকদের বলেন, বিগত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরণের চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা নোংরামি ছড়াচ্ছে। দুই হাজার শিক্ষার্থীর রক্তের ওপরে দাঁড়িয়ে থাকা এ প্লাটফর্মে কোন দাগ আসুক সেটা কখনও আমরা চাই না। তাই আজকে আমরা ২২ জন এই প্লাটফর্ম থেকে পদত্যাগ করছি এবং ছাত্র জনতার কাতারে দাঁড়াচ্ছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের অভিযুক্ত দুর্নীতিবাজদের নাম উল্লেখ না করে যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান বলেন, যারা বিভিন্ন দপ্তরে, মেলায় চাঁদাবাজি করেছে তারাই এই প্লাটফর্মের শীর্ষ চার পদে রয়েছেন। গেল রমজান মাসের আগে মেলার নামে হাউজি, লটারিসহ বিভিন্ন জুয়ার আসর বসেছিল নগরীর প্রয়াস পার্কে। তখন রংপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বলেছিল যে ছাত্র প্রতিনিধিরা কেন কিছু বলছে না। এর কারণ ঘাটতে গিয়ে আমরা জানতে পারি আমাদের স্ট্রেক হোল্ডারদের একটা অংশ টাকা নিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status