ঢাকা, ১৯ মে ২০২৫, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

শিক্ষককে মারধর

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি

(৪ ঘন্টা আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১:৫৩ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাত ১১ টা থেকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় ওই শিক্ষককে অজ্ঞাত যুবকরা মারধর করে। আহত শিক্ষককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন- রাত ৯ টার দিকে তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। এর মধ্যে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে মোটরসাইকেল নিয়ে আসা যুবকরা তাঁর গাড়ির সামনে চলে আসেন। একপর্যায়ে তাঁর গাড়ির সঙ্গে যুবকদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন যুবকরা মোটরসাইকেল থেকে নেমে তাঁকে মারধর করেন।
শিক্ষার্থীরা জানান, এ ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১০ টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট–-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। সেখানে আধা ঘণ্টা বিক্ষোভ করে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। সেখানে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 
রাত সোয়া ১২ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনীর সদস্যরা গিয়েছেন। শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁদর শনাক্ত করতে পুলিশ কাজ করছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান- পুলিশ এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম জানিয়েছেন- শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আনা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status