অনলাইন
যুদ্ধ বিরতির সমাপ্তি নেই, অব্যাহত থাকবে: ভারত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সাময়িক এবং তা রোববার পর্যন্ত বাড়ানোর যে ধারণা পাকিস্তানের পক্ষ থেকে দেয়া হয়েছিল তা খারিজ করে দিয়েছে ভারতের সামরিক কর্তৃপক্ষ। রোববার এক সামরিক কর্মকর্তা বলেছেন, দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনের (ডিজিএমও) আলাপচারিতার সময় সিদ্ধান্ত নেওয়া যুদ্ধবিরতি অব্যাহত রাখার ক্ষেত্রে কোনও সমাপ্তি নেই। যুদ্ধ বিরতি চলতে থাকবে। ভারত ও পাকিস্তান ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ভারতের সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই বিরতি অস্থায়ী নয় এবং রোববারই শেষ হবে এমন ধারণাও সঠিক নয়। এর কোনো সমাপ্তি নেই। তবে তিনি বলেছেন, রোববার ডিজিএমও পর্যায়ে কোনো বৈঠক হচ্ছে না।
এর আগে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, গত ১০ মে দুই দেশের ডিজিএমও-র মধ্যে সমঝোতার পর সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি আরও উন্নত হওয়ার সাথে সাথে সে সম্পর্কে অবহিত করার কথাও জানানো হবে।
চার দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষের অবসানের জন্য একটি সমঝোতায় পৌঁছায়।