ঢাকা, ১৮ মে ২০২৫, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

নিউইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মারলো মেক্সিকোর নৌসেনার জাহাজ, নিহত ২

মানবজমিন ডিজিটাল

(৭ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ২:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন

mzamin

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি দীর্ঘ প্রশিক্ষণ জাহাজ ধাক্কা মারার পর দুইজন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শহরের মেয়র এরিক অ্যাডামস এখবর জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সংঘর্ষের আগে কুয়াউহতেমোক নামের জাহাজটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে তখন ২৭৭ জন আরোহী ছিলেন। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে দুর্ঘটনার। ফুটেজে দেখা গেছে কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ছে। ১৪৭ ফুট দৈর্ঘ্যের দু’টি মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কায় চূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু কী করে জাহাজের মাস্তুলের সঙ্গে সেতুর নিচের অংশের ধাক্কা লাগলো তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জাহাজটিকে পাড়ের দিকে বেঁকে যেতে দেখা গেছে। জাহাজে যারা ছিলেন তাদের অনেককেই দেখা যায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের সময় ক্রু সদস্যরা মাস্তুলের উপর দাঁড়িয়ে ছিলেন, যা ভেঙে ডেকের উপর পড়ে যায়। 

মেয়র এর আগে বলেছিলেন যে, ব্রুকলিন ব্রিজের কোনও বড় ক্ষতি হয়নি এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে, কেউ পানিতে পড়ে যাননি। মেক্সিকোর নৌবাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে। মেক্সিকোর প্রশিক্ষণরত নৌসেনা কর্মীদের প্রশিক্ষণ দিতেই এই জাহাজটি ব্যবহৃত হত। ১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল কুয়াউহতেমোক নামের জাহাজটির। কিন্তু ব্রুকলিন সেতুর সঙ্গে ধাক্কায় ঘটে গেল বিশ্রী দুর্ঘটনা। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের অপারেশনস প্রধান বলেছেন যে, ‘যান্ত্রিক সমস্যা’ এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে জাহাজটি ব্রিজে ধাক্কা মেরেছে। 

নিউ ইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট এবং ব্রুকলিনের ডাম্বো এলাকা এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছে। মেক্সিকান নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২৯৭ ফুট লম্বা (৯১ মিটার) এবং ৪০ ফুট (১২ মিটার) প্রস্থের এই জাহাজটি ১৯৮২ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে। প্রতি বছর এটি নৌ সামরিক স্কুলের প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের নিয়ে যাত্রা করে। নৌবাহিনী জানিয়েছে, চলতি বছর ৬ এপ্রিল জাহাজটি মেক্সিকান বন্দর আকাপুলকো ছেড়ে যায়। এর চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।

সূত্র : বিবিসি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বৃটেনে ইমিগ্রেশন আইনে পরিবর্তন/ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন স্টারমার

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status