অনলাইন
মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবি
আজও সমর্থকদের বিক্ষোভ, নগর ভবন অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন

ছবি: মানবজমিন
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে আজ রোববার আবারও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এদিন সকাল ৯টা থেকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের বিক্ষোভ করছেন তারা। কার্যত নগর ভবন অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।
নগর ভবনের সামনে রাস্তার ওপর বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে’, ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা।
এর আগে একই দাবিতে গতকাল শনিবার ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে আসছেন তারা।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
পাঠকের মতামত
দেখা যাক বীর সেনারা কখন সচিবালয়ে তালা দেয়।
আইন অনুযায়ী ইশরাক হোসেন এখন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আইনের বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণের জনগণের বিক্ষোভ। সুতরাং শপথ পড়িয়ে মেয়রের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আদালত ও ইসির গেজেট পালন করুক সরকার।
নির্বাচিত সকল মেয়র কে ৫ই আগষ্ট 2025এর পর বহিষ্কার করা হয়েছে। কাজেই আন্দোলন করে লাভ নেই। অপেক্ষা করো অবশ্যই আগামীতে নির্বাচিত মেয়র পাবে।
যতোসব ভণ্ডামি