অনলাইন
ঐকমত্য কমিশনের সঙ্গে বর্ধিত বৈঠকে বসেছে জামায়াত
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ অপরাহ্ন

ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বর্ধিত বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন ১১ সদস্যের প্রতিনিধি দল। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল জামায়াতের সঙ্গে কমিশনের সঙ্গে আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি।
প্রসঙ্গত, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।