অনলাইন
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে তথ্য উপদেষ্টার দাওয়াত
জবি সংবাদদাতা
(১৩ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৮:১৪ অপরাহ্ন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ওই শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তাকে বাসায় আসার দাওয়াতও দেন মাহফুজ আলম।
এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা সেই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হলে তিনি বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইশতিয়াক হুসাইন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
উল্লেখ্য, তিন দাবিতে আন্দোলন টানা তিন দিন ধরে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা। গত বুধবার আন্দোলনরতদের সঙ্গে সাক্ষাতের সময় তথ্য উপদেষ্টার উপর বোতল ছুড়ে মারেন এই শিক্ষার্থী।
তাদের তিন দাবি হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।