অনলাইন
শাহবাগ থানা ঘেরাও
সাম্য হত্যায় আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক
(১২ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টা শাহবাগ থানা ঘেরাওয়ের পর তারা এই আলটিমেটাম দিয়ে সরে যান। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীদের একটি দল। দুপুর পৌনে ১২টার দিকে তারা শাহবাগ থানা ঘেরাও করেন। বেলা দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বাংলাদেশের সাধারণ ছাত্রসমাজ ব্যানারে তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। শাহরিয়ার হত্যার সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শাহরিয়ারের সহপাঠী তৌফিক-উল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, আমাদের কাছে তার জবাবদিহি করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে এই অহিংস আন্দোলন অন্য রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তৌফিক।