ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সংকট মোকাবিলায় সর্বদলীয় সংলাপের আহ্বান সৈয়দ ইবরাহিমের

স্টাফ রিপোর্টার
১৪ আগস্ট ২০২২, রবিবার

সরকার দেশকে আবারো তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে উল্লেখ করে সংকট মোকাবিলায় সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দুঃখিনী বাংলা মা তিনশ’ বছরেও লুটেরাদের হাত থেকে মুক্তি পায়নি। ইংরেজ আর পাকিস্তানিরা তো বিদেশি ছিল। আর গত ৫০ বছরে কি লুটপাট থামানো গেছে? অসি আর মসি একজোট হয়ে দেশটাকে লুটপাটে ঐক্যবদ্ধ। সাধারণ জনগণের কথা ভাবার সময় কোথায়? রাতের ভোটের রানীর তো কথাই নেই। মিথ্যার বেসাতি আর চাপাবাজিতে ওস্তাদ এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা তো দেখতেই পারছেন, তবে সময় শেষ।  তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ নেই। রাজার গায়ে যে কাপড় নেই সেটা শুধু শিশুরাই বলছে না সারা বিশ্ব আমাদেরকে সাবধান করছে। জনগণের পকেট কেটে আর কতো সুইস ব্যাংক ভরবেন? এবার তাদের নাম জাতির সামনে প্রকাশ করতে হবে।

বিজ্ঞাপন
ব্যাংক লুটেরাদের প্রতিহত করতে হবে। সামনে এমন দিন আসছে যখন মানুষ আর ব্যাংকে টাকা রাখবে না। সাধারণ মধ্যবিত্ত জনগণকে তাদের সম্পদ রক্ষায় এ ছাড়া আর কোনো পথ নেই। সরকার দেশটাকে আবারো তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে, এখনই জাতীয় সংকট ঘোষণা করে সর্বদলীয় সংলাপের আয়োজন চাই।  কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবেই। তেলের মূল্য অবিলম্বে কমাতে হবে। আবারো বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। এরপর তো গণবিক্ষোভ সামাল দিতে পারবেন না। মানুষের পিঠে তো সইছে না। এই মুহূর্ত থেকে আর যেন একটি টাকাও বিদেশে পাচার না হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। সকল লুটেরাদের চিহ্নিত করে পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে। আর জ্বালানি খাতের অডিট করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। কল্যাণ পার্টির অতিরিক্ত  মহাসচিব  নূরুল কবির ভূঁইয়া পিন্টুর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলী হোসেন ফরায়েজীর উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান তামান্না, মাহমুদুর রহমান খান প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status