অনলাইন
কতিপয় সুশীল উপদেষ্টার বড় দুর্বলতা তারা জনগণকে ডিল করতে ভয় পায়- সারজিস আলম
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় সুশীল উপদেষ্টার সবচেয়ে বড় দুর্বলতা তারা জনগণকে ডিল করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় না হলেও ছাত্র উপদেষ্টাদেরকে পাবলিক ডিলিংস করতে সামনে ঠেলে দেয়া হয়।’
রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন সারজিস।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয়, কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয়। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র-জনতার একজন প্রতিনিধি হিসেবে। আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। আপনাদেরকে পূর্বে কমিটমেন্ট দেয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত। সেটা না করে যে আপনাদের কথা শুনতে গিয়েছেন আপনারা তাকে আঘাত করেছেন!’
সারজিস লিখেন, ‘গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করে। আমি সাথে সাথে মাহফুজ ভাইকে জানাই। তিনি আজকে (বুধবার) রাতে ৯টায় আপনাদেরকে মিটিংয়ের সময় দেন এবং এটাও বলেন যে, আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। তারপর তিনি এটাও বলেছেন-এই দুই জায়গায় সমস্যাগুলোর কাঙ্ক্ষিত সমাধান না পেলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবেন। তারপরও আপনারা আপনাদের মতো করে কর্মসূচি করেছেন।’
তিনি লিখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় সুশীল উপদেষ্টার সবচেয়ে বড় দুর্বলতা তারা জনগণকে ডিল করতে ভয় পায়। তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় না হলেও ছাত্র উপদেষ্টাদেরকে পাবলিক ডিলিংস করতে সামনে ঠেলে দেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগেও একবার মুভমেন্ট করেছে। দাবিগুলো যৌক্তিক। তারপরও কেন আজকে তাদের এই মুভমেন্ট করতে হলো-এর জবাবদিহি এই সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে করতে হবে। চাপে পড়লে কাজ করে, না হয় অফিস করে এমন দুর্বল ব্যক্তিত্বের মানুষ অভ্যুত্থান পরবর্তী সরকারে আমরা প্রত্যাশা করিনা।’
পাঠকের মতামত
যারা ভয় পান তারা সুনির্দিষ্ট ভাবে পদত্যাগ করে নির্ভীক কাউকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করুন এভাবে দেশ চলতে পারে না জনগণ মেনে নেবে না। অন্যায় আবদার আর খেলাধুলায় পরিণত হচ্ছে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় কথায় কথায় সমাবেশ করা বরদাস্ত করবে না
জানাব সারজিস সাহেব ১০০% সঠিক বলেছেন।
তারা ভয় পাক আর যাই পাক, আপনাদের ডিল করা শিখতে হবে। বসে বসে ফেসবুকে স্ট্যাটাস মারানো অনেক সহজ, পাবলিক অপিনিয়নের বাইরে যেয়ে বাস্তবতা ডিল করা যায় না।
বড়ই কুশীল কথাবার্তা।