অনলাইন
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরালো পুলিশ
স্টাফ রিপোর্টার
(১ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৯টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে দুপুরে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।