বাংলারজমিন
পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ বলছেন, হামলা পরিকল্পিত ও সংঘবদ্ধ। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বুধবার নাসিরনগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় পাচঁজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা হলেন- মো. জয়নাল আবেদীন ভূঁইয়া (২৮), মো. মশিউর রহমান ভূঁইয়া (৩৮), মো. ফোকল ভূঁইয়া (৫০), মো. শুভল ভূঁইয়া (৩৫), মো. হারুন ভূঁইয়া (৪৫)। আসামিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া হাটি গ্রামে।
পুলিশ বলছে, অভিযুক্ত প্রধান আসামি জয়নাল ভূঁইয়া চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান দুই ভাই। তারা উভয়ের পিতা আসাদুজ্জামান ভূঁইয়া। চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাতলপাড় বড় বাজারে অভিযান চালিয়ে ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি দোকানের সামনে অবস্থান করছিলেন। রফিকুল ইসলাম বলেন, আমরা যখন মশিউরকে আটক করি, তখনই তার ভাই জয়নালের নেতৃত্বে একদল ব্যক্তি বাঁশ, লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আমাদের পাঁচজন আহত হন, আমি নিজেও আহত হই। পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে মো. জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা গেলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনার পর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ দিকে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা জয়নাল ভুইয়াকে আদালতে পাঠানো হয়েছে।