বাংলারজমিন
একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
(৫ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন
গাইবান্ধার সাঘাটায় ঘরের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালের উপজেলার পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০), সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে মিলন তার বসতবাড়ীর ঘরের চালা পরিষ্কার করার জন্য চালে ওঠে। এসময় বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে পুরো ঘরের টিনের চালা বিদ্যুয়াতিত হয়। এতে তিনি চালায় আটকে যান। পরে তার চাচা ইয়াকুব তাকে উদ্ধার করতে গেলে তিনিও আটকে যান। পরে প্রতিবেশী মোশারফ তাদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুয়াতিত হন। এসময় মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
সাঘাটার থানার ওসি মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।