বাংলারজমিন
দোকানিকে ব্যস্ত রেখে ১০০ ভরি স্বর্ণ নিয়ে উধাও ৫ নারী
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবাররংপুরে অভিনব কায়দায় জুয়েলার্সের দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে পাঁচ নারী। বুধবার দুপুরে নগরীর বেতপট্টিস্থ লহ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকান কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনা নিয়ে যায় তারা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তসহ গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যহত রয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দু’জন ও তিন জন নারীদের দুটি গ্রুপ বোরখা ও মাস্ক পড়ে নগরীর বেতপট্টিস্থ লহ্মী জুয়েলার্সে আসে। প্রথমে তারা গহনা দেখার নাম করে সময় ক্ষেপন করতে থাকে এবং কর্মচারীদের ব্যস্ত রাখে। এরই মধ্যে কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য কর্মচারীদের দোকানের বাহিরে পাঠায়। এরই এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে দোকানের অপর কর্মচারীকে ব্যস্ত রেখে কৌশলে ক্যাশ বঙের পাশে থাকা স্বর্ণের স্টক বঙটি নিয়ে তারা চলে যায়। বিকেল ৩টার দিকে দোকান মালিক স্বর্ণ চুরির বিষয়টি টের পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান।
লহ্মী জুয়েলার্সের স্বত্তাধিকারী অনিন্দ বসাক বলেন, একদল প্রতারক নারী দোকান কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বঙটি নিয়ে গেছে। যেখানে প্রায় দেড় কোটি টাকা মূল্যেল একশ ভরির বেশি স্বর্ণ ছিল। এ ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গেছি। রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সংগঠনের নেতা এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার পর থেকে চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগে পাকিস্তানী নাগরিকসহ স্থানীয় কয়েকজন আংটি চুরির ঘটনা ঘটিয়েছিল। যা আমরা হাতে নাতে ধরেছি। আমরা চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতউর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নগরীর সিসি টিভি ক্যামেরা চেক করে চোরকে সনাক্তের চেষ্টা চলছে।