বাংলারজমিন
রংপুরে মহাড়ক অবরোধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সকে ডিগ্রী সমমর্যাদার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৫টায় তারা রংপুর মেডিকেল মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে ঢাকার সাথে উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশ্বাসের প্রেক্ষিতে তারা সন্ধ্যা ৭টায় সড়ক অবরোধ তুলে নেয়।
এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা কোর্স করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রীধারীদের মতো মূল্যায়ন না করায় চাকুরী ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। একই মেয়াদে কোর্স করে ডিপ্লোমা নার্সরা কেন ডিগ্রীর স্বীকৃতি পাবে না। গত এক মাস ধরে নার্সিং শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন, মানববন্ধন-সমাবেশ, বিক্ষোভ মিছিল, স্বারকলিপি প্রদানসহ নানা আন্দোলন কর্মসূচী চালিয়ে আসলেও কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেয়নি। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের কাছে অবিলম্বে ডিপ্লোমা-ইন-নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার জন্য আহ্বান জানান।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মেডিকেল মোড় এলাকার উভয়পার্শ্বের প্রায় ৫ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে এসে কথা বললে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চার ঘন্টার ব্লকেড কর্মসূচী পালনের ঘোষণা দেয়। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, শিক্ষার্থীদের দাবীর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানানো হচ্ছে।