বাংলারজমিন
খুলনায় যুবলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারখুলনা মহানগরী হোটেল রয়েল মোড় থেকে বটিয়াঘাটা উপজেলা যুবলীগ নেতা মো. সোলায়মান মোড়লকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছোট বয়রা এলাকার মো. কালাম মোড়লের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের সহযোগীতায় আন্দোলন ব্যাহত করার জন্য বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাছাড়া গত বছরের ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া ১৯নং মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।