বাংলারজমিন
রংপুরের ব্যবসায়ী সাফায়েতের জানাজায় মানুষের ঢল
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারবাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী ও তৌহিদ হোসেন আশরাফীর পিতা প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব সাফায়েত হোসেন আশরাফী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৫ পূত্র-কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহীদের রেখে গেছেন। মরহুমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষজন একনজর দেখার জন্য ছুটে আসেন তার বাসভবনে। গতকাল বুধবার নগরীর ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের পেশাজীবীসহ দাওয়াতে ইসলামীসহ ওলামায়ে একরাম, আলেম সমাজ উপস্থিত ছিলেন। এরপরে মরহুমের নুরপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ইউনিটি ফর ইউনিভার্স হিউমান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির চেয়ারম্যান মোজাক্কের হোসেন মঞ্জু, কো-চেয়ারম্যান সাংবাদিক জাভেদ ইকবালসহ সকল সদস্য গভীর শোক প্রকাশসহ বিভিন্ন সংগঠনের শোক বার্তা অব্যাহত রয়েছে।