বাংলারজমিন
মদনে সংঘর্ষের চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারনেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চার দিন পর গুরুতর আহত লাহুত মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা গিয়াস উদ্দিন। এর আগে গত রোববার উপজেলার বারগুরি গ্রামে গিয়াস উদ্দিন ও মানিক মিয়ার লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে লাহুত মিয়া গুরুতর আহত হন। পরে ওই দিন মদন স্বাস্থ্য কমপ্লঙে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ সেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় লাহুত মিয়াসহ উভয় পক্ষে ১২ জন আহত হয়েছিল। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়মনসিংহ মেডিকেলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।