বাংলারজমিন
ঘাটাইলে কৃষকের ধান কেটে দিলেন আনসার ভিডিপি সদস্যরা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামে ধান কাটার শ্রমিকের মজুরি বেশি হওয়ায় পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলেন দরিদ্র কৃষকরা।এসব সমস্যার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকা ধান কেটে দিয়েছেন ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা। বুধবার (১৪ মে) সকালে উপজেলার পোড়াবাড়ি এলাকার ফসলী মাঠে আনসার কমান্ডার খলিলুর রহমান খলিলের নেতৃত্বে ১৫-১৬ জন আনসার ভিডিপির সদস্যদের নিয়ে স্থানীয় কৃষকদের ধান কেটে দেন তারা।এতে আনসার-ভিডিপির সদস্যরা গোটা উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন দুলাভার ইউনিয়নের সহকারী আনসার কমান্ডার মো জালাল উদ্দিন সংগ্রামপুর ইউনিয়নের আনসার কমান্ডার মোঃ আব্দুল মালেক সহ আরো অনেক আনসার ভিডিপি সদস্যরা।
সুবিধাভোগী কৃষক মজিবর রহমান জানান,আনসার কর্মকর্তা, স্যার ও সদস্যরা আমাদের যে উপকার করেছেন তা ভুলার নয়। আমরা অনেক উপকার পেলাম।
এ ব্যাপারে দেউলাবাড়ি ইউনিয়নের আনসার কমান্ডার খলিলুর রহমান বলেন,গোটা ইউনিয়নে আমাদের তিন হাজারের অধিক আনসার সদস্য রয়েছে।ইউনিয়নের ২৯টি গ্রামের মধ্যে আমরা ভাগ হয়ে দরিদ্র অসহায় কৃষকদের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ধান কেটে দিচ্ছি।এতে এক দিকে যেমন কৃষক উপকৃত হচ্ছে তেমনি আমাদেরও ইমেজ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এটা অব্যাহত থাকলে আরো বেশি দরিদ্র কৃষকদের আমরা সহযোগিতা করতে পারব বলে আশা করি।