বাংলারজমিন
লক্ষ্মীপুরে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারলক্ষ্মীপুরে আল মঈন ইসলামী একাডেমীর শিক্ষকের নির্যাতনে হিফজ বিভাগের শিক্ষার্থী ছামিন হোসেন (৭) মৃত্যুর ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা হুমায়ুন মাতাব্বর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ মামলা দায়ের করা হয়। পরে আটক অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থী ছামিন মৃত্যুর ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে ৭ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে বিষয়টি জানার পর অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যেতে ভিড় করেন মাদ্রাসার সামনে। অনেকে ক্ষিপ্ত হয়ে সন্তানদের নিয়ে যান।
মাদ্রাসার অধ্যক্ষ বসির আহমদের দাবী, ছামিন হিফজ বিভাগে পড়ছে। তবে তাকে শাসন করতে বুধবার সকালে কয়েকটি বেত দেয়া হয়। সে টয়লেটের ভিতর গিয়ে গলায় গামছা পেছিয়ে আত্নহত্যা করছে। সে নির্যাতনে মারা যায়নি। শিক্ষার্থীর মা জয়নব ও বাবা হুমায়ুন মাতাব্বর অভিযোগ করে বলেন, ছামিন আত্নহত্যা করেনি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শিক্ষক মাহমুদুর রহমানসহ অন্যরা তাকে বেদম মারধর করে হত্যা করে। ৭ বছর বয়সের বাচ্চা আত্নহত্যা করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চান নিহতের বাবা-মাসহ স্বজনরা।